প্রকাশিত: Fri, May 26, 2023 2:41 PM আপডেট: Mon, Jan 26, 2026 4:44 AM
মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলনের কোম্পানি
জাফর খান: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) মানব মস্তিষ্কে ক্লিনিক্যাল ট্রায়াল ভিত্তিক চিপ প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে ইলন রিভ মাস্কের কোম্পানি নিউওরালিংককে। রয়টার্স
এ বিষয়ে নিউওরালিংক এক টুইট বার্তায় জানায়, এই অনুমোদন আমাদের কাছে প্রযুক্তির মাধ্যমে সামনের দিনে আরো মানুষের উপকারের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা হলে বিষয়টি নিয়ে অবশ্য নিউওরালিংক ও এফডিএ কথা বলতে চায়নি।
এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের ফলে অবেসিটি, অটিজম, ডিপ্রেশন ও সিজোফ্রেনিয়ার মত রোগ থেকে মুক্ত থাকবে মানব শরীর। এর আগে গত বছর এ প্রতিস্থাপনটি শিশুদের মধ্যেও করা হবে বলে এক ঘোষণা দিয়ে আলোচনায় আসেন ইলন।
এর আগে ২০১৯ সালে ইলন মাস্ক ধারণা করছিলেন, তার এই প্রতিষ্ঠানটি মানবদেহে পরীক্ষামুলকভবে এটি শুরু করবে।
পক্ষাঘাতগ্রস্ত, অন্ধত্ব ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সাহায্যে মাইক্রোচিপ স্থাপনের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করবে বলে আশা করছে নিউওরালিংক। বিবিসি
এর আগে বানরের মধ্যে এটির পরীক্ষা চালানো হয়েছিল। সেসময় ব্লুটুথের মাধ্যমে মস্তিষ্ক হতে তথ্য সরবরাহের প্রক্রিয়াটি দেখা হচ্ছিল। তবে বিষেশজ্ঞরা বলছেন, নিউওরালিংকের এই মস্তিষ্ক প্রতিস্থাপনের কার্যক্রমের জন্য আরো পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে।
এর আগে ২০১৭ সালে এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখিছিলেন, তার বোরিং কোম্পানি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত একটি পাতাল হাইড্রোলুপ স্থাপনের কাজ পেয়েছে। যদিওবা সরকারের তরফ হতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তখন। ওয়াশিংটন পোস্ট
২০১৬ সালে অস্টিনে এটি প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। পিচবুক জানিয়েছে, ৬৩ মিলিয়ন ডলার মূল্যমানের প্রতিষ্ঠানটিতে ৪ শত’র বেশি লোক কাজ করছে।
এর আগে ব্ল্যাকরক নিউরোটেক ও সিনক্রোন নামের দুটো কোম্পানি ৪২ জনের মধ্যে এ প্রতিস্থাপন কার্যক্রমটি চালিয়েছিল।
নিউওরালিংক জানিয়েছে, এ প্রযুক্তিতে একটি ইলেক্ট্রো ল্যাডেন কম্পিউটার চিপ সূচের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করানো হবে। আর এসময় একটি রোবটে অপারেশনটি সম্পন্ন করবে।
ইলন মাস্ক জানান, এর প্রযুক্তিটির আধুনিকায়ন অব্যাহত থাকবে। আমি নিশ্চিত এখন থেকে আর আইফোনের দরকার হবে না যদি আপনার মস্তিষ্কে আইফোন ১৪ স্টোর করে দেওয়া হয়। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে